বাংলার আকাশ ঢেকেছে আজ বিদঘুটে প্রেতাত্মাদের অশুভ ছায়ায়, সবুজ প্রকৃতি লাল হয়ে গেছে বিবস্ত্র গণতন্ত্রের লজ্জায়। অন্ধকার হতে ভেসে আসে সেই পুরনো হায়েনার শিস, বাংলার বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছে আজ বিষাক্ত রাজনীতির বিষ। কোথায় শান্তি? কোথায় গণতন্ত্র? কোথায় স্বাধীনতা? এ যেন হাজার বছরের পুরনো নারকীয় রাক্ষসপুরীর রক্তিম রূপকথা।
গণতন্ত্রের নামে রাজনৈতিক চেতনায় যখন সাধারণ মানুষের দেহ পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়, তখন আমি চেয়ে দেখি, সাধারণ মানুষের দেহ নয়, পুড়ছে আমার জাতীয় পতাকা! পুড়ছে আমার বাংলা মায়ের আচল! পুড়ছে আমার ত্রিশ লক্ষ শহীদি আত্মা। এ ব্যথা লুকবার জায়গা কোথায়? এ ঘৃণা প্রকাশের ভাষা কোথায়? এ কেমন রাজনীতি? কেমন গণতন্ত্র? কেমন স্বাধীনতা? এ প্রশ্নের উত্তর দেবে কে?
তবে কি রক্ত দিয়ে কেনা স্বপ্নগুলো ভেসে যাবে শোষিতদের রক্তবন্যায়, তবে কি অনিয়মের মহাপ্লাবনে ধুয়ে যাবে বাংলার রক্তখচিত ইতিহাসের অধ্যায়! তুমি জাগিয়া ওঠো, এই নিরাপত্তাহীন গণমানুষের স্বপ্ন বুকে ধরিয়া জাতির বিবেক তুমি জাগিয়া ওঠো, এই প্রেতাত্মাদের মস্তক ছিন্ন করিয়া রণাঙ্গনের অপরাজেয় সেনাপতির মত আকাশে বাতাসে ছড়িয়ে দাও সুদিনের নিমন্ত্রণ আমরা ষোলো কোটি বাঙালী আর সইতে পারছি না দুঃখিনী বাংলা মায়ের ক্রন্দন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।